আর্জেন্টিনা হারলেও জিতেছে ব্রাজিল

আরো পড়ুন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা সাব-অঞ্চলের বাছাইপর্বে ভিন্ন ফল পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সুরিনামকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ব্রাজিল, তবে বাহামাসের কাছে হেরে গেছে আর্জেন্টিনা।

সুরিনামের বিপক্ষে ব্রাজিল ৬ উইকেটে জয় লাভ করে। টস হেরে প্রথমে বোলিং করতে নেমে সুরিনামকে ২০ ওভারে মাত্র ১০১ রানে আটকে দেয় তারা। জবাবে ব্রাজিল ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার লুইস মোরাইস অপরাজিত ৩২ রান করেন এবং কাউসার খান ২৮ রানে অপরাজিত থাকেন।

অন্যদিকে, বাহামাসের ১২০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ২০ ওভারে ৫ উইকেটে ১০১ রান করে ১৮ রানে হেরে যায় তারা।

জয় পেতে না পারলেও পয়েন্ট তালিকায় ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্র নিয়ে তারা তালিকার চতুর্থ স্থানে। অন্যদিকে, তিন ম্যাচে এক জয় ও দুই হারে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল। তালিকার শীর্ষে অবস্থান করছে বারমুডা।

আরো পড়ুন

সর্বশেষ