যশোরের কেশবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বাবলু সরদার (৩৫)।
শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠে কলার মোচা কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু সরদার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বকুলতলা বাজারে কলার মোচার চপসহ, ফুচকা, চটপটি ও ঝালমুড়ি বিক্রি করতেন।
এলাকাবাসী জানান, উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠের একটি ঘের পাড়ের কলাগাছ থেকে বাবলু সরদার মোচা কাটছিলেন। এ সময় তার পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। মাঠের পাশের রাস্তায় এসে স্থানীয়দের বিষয়টি বললে তারা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজন সাপের বিষ নামাতে ওঝার কাছে নিয়ে যান। ওঝা দীর্ঘ সময় ঝাঁড়ফুক দিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কেশবপুর হাসপাতালে চিকিৎসা না হওয়ায় খুলনা নেয়ার পথে তিনি মারা যান।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দীপংকর রায় বলেন, আশংকাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। সাপে কাটার রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় তাকে যশোর বা খুলনায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। শুনেছি অন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন।

