ভারতে বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) রাজস্থান প্রদেশের দেদওয়ানা-কুচামান জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় পুলিশের উপপুলিশ কমিশনার (ডিএসপি) ধর্মচাঁদ বিষ্ণোই বলেন, খুনখুনা থানার কাছে বাঁথাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখান থেকে তাদের জয়পুরে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, তারা সবাই একই পরিবারের সদস্য। তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।

