অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন এস এম মুনীর

আরো পড়ুন

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন এস এম মুনীর।

গত ৩০ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৪ জুলাই) অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই তথ্য জানা গেছে।

আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তার (আমিন উদ্দিন) দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ