পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড, একদিনে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা

আরো পড়ুন

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা পদ্মা সেতুতে এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

বুধবার (২৮ জুন) সকালে সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। মাওয়া প্রান্ত থেকে ২৯ হাজার ৮৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ১৩ হাজার ২৪৯টি যানবাহন পারাপার হয়েছে। দ্রুত সময়ে যানবাহনের টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ১৫টি টোলবুথ সচল রাখা হয়েছে। এ কারণে দ্রুত সময়ে দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। এছাড়া মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন থাকায় সেতুতে অন্য যানবাহন চলাচলে কোনো ধরনের বিঘ্ন হচ্ছে না।

পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও কোন দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।

তিনি আরো জানান, প্রতি ৫ সেকেন্ডে পদ্মা সেতুতে উঠছে ১৫টি যানবাহন। সে হিসাবে প্রতি মিনিটে ১৮০টি যানবাহন টোল দিয়ে সেতুতে উঠছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ