অভ্যন্তরীণ বিরোধের জেরে গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করেছেন দলের নেতাকর্মীরা।
দলের এক জরুরি সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে।
শনিবার (১ জুলাই) গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও অফিস সমন্বয়ক শাকিলউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১নং যুগ্ম আহবায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহবায়ক এবং সদস্য সচিব নুরুল হক নুরকে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে।

