দেশে ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৪।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬২৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।

