যশোরে রুপসা পরিবহনের চাকা ব্লাস্ট হয়ে ঢুকে গেলো মার্কেটে, আহত ২০

আরো পড়ুন

যশোরের বারীনগর সাতমাইল বাজারে চাকা ব্লাস্ট হয়ে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মার্কেটের ভেতর ঢুকে পড়েছে। এসময় চালকসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাস (যশোর-ব-১১-০০৮৭) শনিবার (১০ জুন) দুপুরে সাতমাইল বাজারে পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোনালী ব্যাংকের মার্কেটের ভেতর ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন বাস চালকসহ ২০ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেয়। এছাড়া গুরুতর আহত বাস চালক মিয়ারাজকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ বাসটি উদ্ধার করে নিয়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ