যশোরে বর্ণিল আয়োজনে প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার আইইবি যশোর কার্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন আইইবির চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও প্রধান অতিথি দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু।
যশোরে প্রকৌশলীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আইইবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের অংশগ্রহণে আইইবি যশোর দফতর প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বকুলতলা মোড় ঘুরে এসে শেষ হয়।
এরপরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু। আইইবি যশোরের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর পল্লী বিদ্যুৎ’র (বাপবিবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরেশ চন্দ্র মন্ডল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরে তত্ত্বাবধায় প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, ওজোপাডিকো যশোরে তত্ত্বাবধায় প্রকৌশলী ইফতেখার আলম ও ইঞ্জিনিয়ার কামাল হোসেন।

