যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ৩৫০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে কৃতি শিক্ষার্থীদের কেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর ড.আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শাহাজান কবির।

