ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন।
সোমবার দুপুর ১২ টায় শহরের দড়াটান বকুলতলাস্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন , যশোর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি হুমায়ন কবির কবু, সভসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড মনিরুল ইসলাম মনির, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুর, উপ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য সামির ইসলাম পিয়াস। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাপর্বের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) নিভৃত এক আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছিল স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার।

