মার্কিন পেন্টাগনের ইউক্রেন যুদ্ধসংক্রান্ত গোপন গোয়েন্দা নথি অনলাইনে প্রকাশ করার এক তরুণকে গ্রেফতার করেছে এফবিআই। গ্রেফতারকৃতের নাম ডগলাস টেক্সেইরা। তিনি এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বোস্টনের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ম্যাসাচুসেটসের ডাইটন নামক এলাকার একটি বাড়ি থেকে টেক্সেইরাকে গ্রেফতার করে এফবিআই।
ফাঁস হওয়া গোপন নথি সম্পর্কে গত সপ্তাহে জানাজানি হলে চাপে পড়ে ওয়াশিংটন। দেশটি মিত্রদের উপর গুপ্তচরবৃত্তির তথ্য প্রকাশ পায় এসব নথির কারণে। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের দুর্বলতার তথ্যও প্রকাশ হয়ে যায়।
২০১০ সালে উইকিলিকসের ওয়েবসাইটে ৭ লাখের বেশি নথি ফাঁসের পর এই ঘটনাকে সবচেয়ে বড় ফাঁসের ঘটনা বলে মনে করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেক্সেইরা ম্যাসাচুসেটসের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড বেসের একজন প্রথম শ্রেনির এয়ারম্যান। সার্ভিস রেকর্ড অনুযায়ী, তিনি ২০১৯ সালে এয়ার ন্যাশনাল গার্ডে যোগদান করেন এবং সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম জার্নিম্যান বা আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সাংবাদিকদের তার গ্রেফতারের ব্যাপারে বলেন, টেক্সেইরাকে অনুমোদিতভাবে নথি অপসারণ, ধারণ এবং গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রেরণের জন্য গ্রেফতার করা হয়েছে।

