দেশের জনগণ ভোট দিতে ভুল করে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী

আরো পড়ুন

সিলেটে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চায় একটা ফ্রি ও ফেয়ার নির্বাচন। কিন্তু কেবল সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল এবং জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না।

শোভাযাত্রাটি রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বর্ষবরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ