তারেক রহমানের এপিএসের জামিন স্থগিত থাকবে

আরো পড়ুন

অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি নূরুজ্জামানসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। অন্যদিকে অপুর পক্ষে শুনানি করেন সাবেক আইন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ২০১৯ সালের ৪ জানুয়ারি বিএনপি নেতা নূর উদ্দিন অপুকে গ্রেফতার করে র‌্যাব।

এতে বলা হয়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মতিঝিল থানার সিটি সেন্টার থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা ও সন্ত্রাসী কার্যপরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ মজুত করে তা দেশের বিভিন্ন নির্বাচনি আসনে পৌঁছানোর চেষ্টাকালে র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের তত্ত্বাবধানে র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এরপর হাসপাতাল থেকে মিয়া নূরউদ্দিন আহমেদ অপুকে ২০১৯ সালের ৪ জানুয়ারি গ্রেফতার করে।

মামলার এজাহারে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এ টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়।

এ মামলায় হাইকোর্ট অপুকে জামিন দেয়। সেই জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ