খুলনার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলার ২নং বিহারী কলোনিতে বোমা হামলায় তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় কলোনির সবুজপল্লীর জুয়েলের চায়ের দোকানে এ হাতবোমা হামলার ঘটনাটি ঘটে। হামলায় অল্পের জন্য রক্ষা পেলেও চায়ের দোকানে বসে থাকা শহিদুল ইসলাম টেনা (৩৫), লাল্টু (৪০) ও সাগর (৪২) নামের তিনজন আহত হন।
খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) ইসতিয়াক আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাত ৮টা ৫৫ মিনিটের দিকে থানা এলাকার আটরা গিলাতলার ৪নং ওয়ার্ডের ২নং বিহারী কলোনির সবুজপল্লীর জুয়েলের চায়ের দোকানে অজ্ঞাত কে বা কারা একটি হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য লাল্টুকে উদ্দেশ্য করেই এ হাতবোমা নিক্ষেপ করা হয়। কিন্তু হাত বোমাটি লক্ষভ্রষ্ট হলে তিনিসহ দোকানে বসে থাকারা প্রাণে বেঁচে যান। বোমা হামলায় রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু (৪০), মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা (৩৮), আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর (৩৫) আহত হন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এক ব্যক্তি দোকানে বোমাটি নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। বোমা হামলাকারীদের পুলিশ গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে এলাকায় আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান জানান, গিলাতলায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

