বাগেরহাটে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

আরো পড়ুন

বাগেরহাটে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামের এক জেলের মারা গেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। এসময় অনুকূলের সঙ্গে থাকা মাহবুব নামের এক জেলের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ