বাগেরহাটের চিতলমারীতে চুরির অপবাদ দেয়ায় কীটনাশক পান করে যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কীটনাশক পান করেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ওই যুবকের মৃত্যু হয়। মৃত চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের ইলিয়াস কাজীর ছেলে শাহাদাত হোসেন।
মৃতের বাবা ইলিয়াস কাজী বলেন, মাস খানেক আগে একই গ্রামের আবুল খানের একটি স্যালোমেশিন হারিয়ে যায়। উক্ত মেশিন হারানোকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারী রাতে আবুল খান আমাদের বাড়িতে এসে আমার ছেলে শাহাদাত হোসেনকে ডেকে নিয়ে যায় এবং পরে আটকে রেখে লাঞ্ছিত করে। লোক মারফত আমাদের বাড়িতে চুরির অপবাদ দিয়ে খবর পাঠায়। খবর পেয়ে আমার স্ত্রী পেয়ারা বেগম রাত ১০ টার দিকে শাহাদাত হোসেনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এদিন রাত সাড়ে ১২ টার দিকে শাহাদাত কীটনাশক পান করে।
এ ব্যাপারে জানতে চাইলে আবুল খানের ছেলে আরমান খান কোন মন্তব্য করতে রাজি হননি।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

