নালা ও কৃষিজমি ভেসে গেছে লাইনচ্যুত ওয়াগনের তেলে

আরো পড়ুন

চট্টগ্রামের হালিশহরে লাইনচ্যুত হওয়া দুইটি ওয়াগন থেকে ড্রেনে পড়া তেল ছড়িয়ে পড়েছে পাশের মহেশখালীতে। এমনকি আশপাশের নালা ও কৃষিজমিও ভেসে গেছে এই তেলে।

এদিকে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি হতে পারে, তা বের করতে কাজ শুরু করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের একটি এবং দুপুরে মহানগর কার্যালয়ের আরেকটি দল ঘটনাস্থলে যান। পরে তারা ওয়াগন থেকে বেরিয়ে নালা ও কৃষিজমিতে যাওয়া তেলের নমুনা সংগ্রহ করেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক ও গবেষণাগার কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন সেটি যাচাই করা হবে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লাইনচ্যুত হয়ে দুটি ওয়াগন থেকে তেল পড়ে যায়। মেঘনা পেট্রোলিয়াম থেকে ওয়াগনগুলো জ্বালানি তেল বোঝাই করেছিল। এর মধ্যে ৬০১৮৪ নম্বর ওয়াগনে ২৯ হাজার ৫৪৯ লিটার এবং ৬০৩৩৪ নম্বর ওয়াগনে ৩০ হাজার ৯৪ লিটার ডিজেল ছিল। তবে দুটি ওয়াগন থেকে কী পরিমাণ তেল পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি রেলওয়ে। আজ দুপুর পর্যন্ত ওয়াগন দুটি উদ্ধারও করা যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ