খুলনার রূপসা এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করায় ৬ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৬ এর অভিযানিক দল ও রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিস যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব-৬ জানায়, অতিরিক্ত মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে বাজারজাত করে রুপসা এলাকার এই অসাধু ব্যবসায়ীরা।
অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ব্যবসায়ী আল মামুন, জসিম মল্লিক, নুরু, ইমন সরদার, ইমরান মীর, ফারদিন হাসানদেরকে ৫৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই প্রতিষ্ঠান থেকে জেলী পুশ করা ৫০ কেজি চিংড়ি, অপদ্রব্য জেলী ১০ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।


Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.