যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ক্লাবের (এআইএস ক্লাব) এক বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৩ গঠন করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ এবং সহ সভাপতি হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাথী খাতুন ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম রেজা।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্লাবের এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন কোষাধ্যক্ষ শেখ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম রেজাউজ্জামান, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসতিয়াক আহমেদ সিয়াম, খালিদ জীম, মেহনাজ মাহিরী হক অর্ঘ্য, সাগর, শিরীন আক্তার শিলা এবং সোহানুর রহমান সোহান।

