কালেক্টরেটে কর্মরত কর্মচারীর সন্তানদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আরো পড়ুন

যশোরে কালেক্টরেটে কর্মরত কর্মচারীর সন্তানদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, সিনিয়র সহকারী কমিশনার কাজী নাসিব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির, রাহাত খান, নুসরাত ইয়াসমিন, সাবেক ক্রীড়া অফিসার ইফতেখার আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ মাহমুদ ও জেলা প্রশাসকের কার্যালয়েল প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ। এই প্রতিযোগিতায় ৩০ ইভেন্টে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ