ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ৩ যাত্রীর, শিশুসহ আহত ৫

আরো পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হ‌য়েছে।

নিহতদের দুইজনের নাম জানা গেছে। এদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। নারীর নাম লাবনী আর শিশুটির নাম জান্নাতি।

ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশন থে‌কে জামালপুর দি‌কে যা‌চ্ছিল লোকাল ট্রেন‌টি।পথিমধ্যে ট্রেনটি ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন ছয়জন। পরে হাসপাতালে নেয়া হলে শিশু জান্নাতি মারা যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ