‘জামায়াতকে নিষিদ্ধ করে হাসিনাকেই পালাতে হয়েছে ( আহসান হাবিব মাসুদ)

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ অভিযোগ করেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার সাড়ে তিন দিনের মাথায় বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে “নিষিদ্ধ” ঘোষণা করেছে। তিনি বলেন, “হাসিনাকে বাংলাদেশের কোথাও আশ্রয় পেতে দেয়নি জনগণ, তাকে চোরের মতো হেলিকপ্টারে পালিয়ে যেতে হয়েছে।”

সোমবার (২৮ অক্টোবর) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব মাসুদ এসব কথা বলেন। সমাবেশটি ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনসহ বিভিন্ন স্থানে খুন হওয়া জামায়াত কর্মীদের খুনিদের ফাঁসির দাবিতে আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট জামায়াত ও শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

আরো পড়ুন

সর্বশেষ