বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ অভিযোগ করেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার সাড়ে তিন দিনের মাথায় বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে “নিষিদ্ধ” ঘোষণা করেছে। তিনি বলেন, “হাসিনাকে বাংলাদেশের কোথাও আশ্রয় পেতে দেয়নি জনগণ, তাকে চোরের মতো হেলিকপ্টারে পালিয়ে যেতে হয়েছে।”

