গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল

আরো পড়ুন

টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু দিয়ে ম্যুরালগুলো ধ্বংস করা হয়।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্টের ঘটনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ম্যুরাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সোমবার রাতে তা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি জাতীয় চার নেতার ম্যুরালও একই পরিণতি বরণ করে।

এই ঘটনা সম্পর্কে পুলিশ এবং প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, তারা এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নন। এদিকে, জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

এ ধরনের ঘটনা কেবল ঐতিহাসিক স্মারক এবং জাতীয় নেতাদের প্রতি অশ্রদ্ধার প্রকাশ নয়, এটি একটি বড় ধরণের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ