পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আতিয়ার সরদার (৫২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলোরকোল শুঁটকি পল্লীতে মারা যান তিনি।
আতিয়ার বাগেরহাটের মোংলা উপজেলার চিলা গাববুনিয়া গ্রামের বাসিন্দা। এনিয়ে দুবলার চরের বৃহত্তম শুঁটকিপল্লী আলোরকোলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, এর আগে সোমবার (৯ জানুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসীম শীল (৩৫) এবং গত ১৩ নভেম্বর সাপের কামড়ে মনিরুল গাজী (২৭) নামের দুই জেলের মৃত্যু হয়।
আলোরকোলের মৌসুমী ব্যবসায়ী অসীম শীলের বাড়ি মোংলায় আর মনিরুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে।
ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, প্রচন্ড শীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জেলে আতিয়ার। বঙ্গোসাগরের কোলঘেঁষা দুর্গম চরে চিকিৎসার ব্যবস্থা না থাকায় প্রতিবছর বহু জেলে ও মৌসুমী ব্যবসায়ী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।
তিনি আরো জানান, শুঁটকি মৌসুমের পাঁচ মাসে দুবলার আওতাধীন পাঁচটি চরে ১০ হাজারেরও বেশি জেলে-মহাজন ও মৌসুমী ব্যবসায়ী অবস্থান করে। এদের মধ্যে অনেকেই নানা রোগব্যাধিতে আক্রান্ত হন। কিন্তু এসব অসুস্থ বা আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এখানে।
দুবলা জেলেপল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, জেলে আতিয়ারের লাশ বাড়িতে পাঠানো হয়েছে।

