তাবলীগ জামায়াতের মাওলানা সাদপন্থি নেতা গ্রেপ্তার

আরো পড়ুন

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুআজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

এ ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকশ’ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, মাওলানা সাদপন্থিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব সিদ্ধান্ত উপেক্ষা করে ২০-২৪ ডিসেম্বর টঙ্গীর ময়দানে জমায়েত করার পরিকল্পনা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে তারা পুরনো অনুসারীদের সঙ্গে নতুন সাথীদেরও সেখানে উপস্থিত হতে বলে।

প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তারসই করা একটি চিঠির মাধ্যমে সাদপন্থিদের নির্দেশ দেন, ২০-২৪ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানেই জমায়েত হবে। এছাড়া, মামলার ২ নম্বর আসামি আব্দুল্লাহ মনসুর ফেসবুক লাইভে ঘোষণা দেন, যদি মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলতে দেওয়া হবে না।

এই উসকানির জেরে ১৮ ডিসেম্বর রাতে মাওলানা জুবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানো হয়। হামলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আমিনুল ইসলাম বাচ্চু (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম (৫০) নিহত হন। তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

 

আরো পড়ুন

সর্বশেষ