গোল করে কিংবদন্তি পেলের কথা স্মরণ করলেন রদ্রিগো

আরো পড়ুন

পেলের শহর সান্তোসেই বেড়ে উঠেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। যেই সান্তোসের হয়ে খেলে পেলের রয়েছে হাজারের বেশি গোল। এই ক্লাবের হয়েই সিনিয়র ফুটবলে পদচারণা শুরু রদ্রিগোর। এখন তিনি রিয়াল মাদ্রিদের ফুটবলার।

চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি, রিয়াল মাদ্রিদও নেমেছিল কাসেরেনোর মাঠে। এই ম্যাচে গোল করে পেলেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রদ্রিগো।

কাসেরেনোকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে নাম লেখাল রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করে ফুটবলের রাজা পেলেকে স্মরণ করলেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো সিলভা। কোপা দেল রে’র শেষ বত্রিশে প্রিন্সিপাল ফিলিপে স্টেডিয়ামে কাসেরেনোকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল।

ঘরের মাঠে শুরু থেকেই দারুণ লড়াই করে কাসেরেনো। আগের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে হারানোর একাদশ থেকে এই ম্যাচে রিয়ালের পরিবর্তন ছিল ৯টি। তাই প্রথমার্ধে খেলা খুব একটা জমেনি। পরে ৬৯তম মিনিটে গোল করেন রদ্রিগো। শেষ দিকে রিয়ালকে অবশ্য বেশ চেপে ধরে কাসেরেনো। তবে রক্ষণাত্মক খেলে কোনো বিপদ ঘটতে দেয়নি রিয়াল।

এই ম্যাচে গোল করে রদ্রিগো তার শেকড়ের ক্লাব ও তার দেশের কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তার মতোই উদযাপন করে। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উদযাপন করেন লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে, ঠিক পেলের চিরচেনা উদযাপনের মতোই।

১৯৭০ বিশ্বকাপ ফাইনালে হেডে গোল করার পর মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়ে এভাবেই উদযাপন করেছিলেন পেলে। সান্তোসের হয়েও বহুবার এভাবে গোল উদযাপন করেছেন কিংবদন্তি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ