স্বাধীন দেশের যশোরের প্রথম আঞ্চলিক সংবাদপত্র দৈনিক স্ফুলিঙ্গের সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে শোকসভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সহ-সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির ও মরহুমের ছোট ছেলে হামিদুল আক্তার অপু।
শোকসভায় বক্তারা বলেন, মিয়া আব্দুস সাত্তার ছিলেন যশোর অঞ্চলের সংবাদপত্রের মডেল। তার দেখানো পথেই অনেকে পরবর্তীতে সংবাদ প্রকাশনার সাহস পান। যতদিন স্থানীয়ভাবে সংবাদপত্র প্রকাশিত হবে ততদিন সংবাদপত্রসেবীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তার মৃত্যুতে সংবাদপত্র জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হওয়ার মত নয়।

