‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শ গ্রহণযোগ্য নয়’

আরো পড়ুন

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি ‘প্রকাশ্যে যেসব পরামর্শ’ দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয় বলে মনে করছে রাশিয়া।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেন।

বিজ্ঞপ্তিটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত, যুক্তরাজ্য ও জার্মান সহকর্মীরা স্থানীয় কর্তৃপক্ষকে আগামী বছরের নির্বাচন যেন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হয়, সেই জন্য প্রকাশ্যে পরামর্শ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে এ ধরনের কার্যকলাপ একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল এবং সেটি গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকির কারণে শাহীনবাগের একটি বাসা থেকে মার্কিন রাষ্ট্রদূতের স্থান ত্যাগ করার ঘটনাটি ‘প্রত্যাশিত ছিল’ এমন মন্তব্য করে মুখপাত্র বলেন, মার্কিন কূটনীতিক বাংলাদেশের জনগণের মানবাধিকার বিষয়ে যত্নশীল, এমন একটি ভাব দেখিয়ে ক্রমাগত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ