যশোরে বাল্যবিবাহের দায়ে কাজীকে ছয় মাসের কারাদণ্ড, দুইজনকে জরিমানা

আরো পড়ুন

বাল্য বিবাহের কার্যক্রমে দায়ে যশোর জেলা কাজী সমিতির সভাপতি কাজী মনিরুল ইসলাম (৫৫) সহ তার দুই সহকর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে র‍্যাব-৬ যশোর এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের কোর্ট চত্তর এলাকার কিছু কাজী অফিসে অভিযান পরিচালনা করা হয়।
কাজী মনিরুল ইসলাম শহরের রেলগেট এলাকার আব্দুর রব এর ছেলে। এবং তার সহোযোগি দুই আসামিরা হলেন – শহরতলি বিরামপুর এলাকার মমতাজউদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), এবং শহরের রেলগেট এলাকার মনিরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৭)।
র‍্যাব-৬ যশোর এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব-৬ যশোর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, শহরের কোর্ট চত্তর এলাকার কিছু কাজী অফিসে বাল্য বিবাহের কার্যক্রম করে চলে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে কোর্ট চত্তর সংলগ্ন কয়েকটি কাজী অফিসের বিবাহ রেজিষ্টার চেক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কাজী মাওলানা মনিরুল ইসলামের কাজী অফিসের বিবাহের রেজিষ্টার চেক করে বাল্য বিবাহ সম্পাদনসহ বিভিন্ন রেজিষ্টারে বর ও কনের সঠিক বয়স না লেখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত কাজী মাওলানা মনিরুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করে। এ সময় তার দুই সহযোগী মোস্তাফিজুর রহমান ও তারিকুল ইসলামকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড করেন।
তিনি আরো জানান, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমাসহ দণ্ডিত আসামিকে যশোর কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ