যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুবরণ অথবা গুরুতর আহত হয়ে স্থানীয় অক্ষমতাজনিত আর্থিক কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে বৃহস্পতিবার ১৩ জনের মাঝে বিতরণ করা হয় ১ কোটি লাখ টাকা চেক। এর মধ্যে ১২ জনের মাঝে ৯৬ লাখ টাকার চেক ও এক জনের মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এসময় উপস্থিতি ছিলেন যশোরের জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সিনিয়র সহকারী কমিশনার ও যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, আবু নাছির প্রমুখ।
৮ লাখ টাকার চেক প্রাপ্তরা হলেন, খাদিজা বেগম, ফাতেমা খাতুন, আফরোজা সুলতানা, ফাতেমা খাতুন রবিতা বিউটি, গোলাম মোস্তফা আকুঞ্জী, রেশমা আক্তার, শ্রীমতি মিতা দাসী, অরবিন্দু কুমার নাথ, আফরোজা খাতুন, ইকবাল হোসেন,এসএম খায়রুজ্জামান। ৪ লাখ টাকার চেক প্রাপ্ত দুইজন হলেন, সাহিদা আমিন, ও মাহমুদা।
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে অথবা স্থায়ীভাবে অক্ষম হলে সরকার তাদের সবসময় আর্থিক সহায়তা করে থাকে। সেই সহায়তা আমাদের মাধ্যমে কর্মচারীদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।

