যশোরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তবেই স্বাধীনতার সার্থকতা আসবে। বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
সরকারি এম এম কলেজে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানের আহবায়ক ও মার্কেটিং বিভাগের প্রধান প্রফেসর শহীদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর এসএম শফিকুল ইসলাম।
সরকারি মহিলা কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহাবুবুল হক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহবায়ক প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেন।
যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন সহকারি প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান, সহকারি শিক্ষক মহিউদ্দিন, সহকারি শিক্ষক লক্ষণ কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, সিনিয়ার শিক্ষক আব্দুল মান্নান, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ বেগম।

