মেসির হাতে কাতার বিশ্বকাপ দেখতে চান রোনালদো, আর্জেন্টিনার হাতে না

আরো পড়ুন

কী এক মধুর বিড়ম্বনায় পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও দা লিমা!

এক সময় মাঠ মাতানো এই স্ট্রাইকারের খেলা দেখে ভক্ত থেকে শুরু করে শত্রু, সবাই মোহিত হয়ে যেত। কি ড্রিবল, কি গতি, কি চাতুর্য – সব দিক দিয়েই রোনালদো ছিলেন অনন্য। সবচেয়ে কম বয়সে ব্যালন দ’র জেতা এই তারকা বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছেন তিনবার, ব্যালন দ’র জিতেছেন আরো একবার। আগে রোনালদো যা করতেন, এখন তার হাত থেকে ব্যাটনটা নিয়ে লিওনেল মেসিই যেন সেসব কীর্তিগুলো করে দেখাচ্ছেন। ফুটবল ভালোবাসলে রোনালদোর মতো মেসিকেও ভালোবাসতে হবে, আর দশজনের মতো রোনালদো নিজেও মনে করেন এটা!

সে কারণে রোনালদোও চান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারটা মেসির ছোঁয়া পাক। কিন্তু মেসির বিশ্বকাপ জেতা মানে যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও বিশ্বকাপ জেতা! আর এটাই বিড়ম্বনায় ফেলেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসভি ও এসি মিলানের সাবেক এই স্ট্রাইকার জানিয়েছেন, অবশ্যই মেসি বিশ্বকাপ জিতলে আমি খুশি হব, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে আমাদের দ্বৈরথের কথা মাথায় রাখলে আমি যদি বলি যে আমি আর্জেন্টিনার হাতেও বিশ্বকাপ দেখতে চাই, তাহলে কপটতা হয়ে যাবে। অবশ্যই আমি চাই না আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।

তবে ফুটবলের একজন সৌন্দর্য-পূজারি হওয়ার কারণে রোনালদো মন বলছে মেসিরই বিশ্বকাপ জেতা উচিৎ, অবশ্যই একজন ফুটবল-রোমান্টিক হিসেবে আমি চাই মেসি জিতুক। সেটা আমি অন্যান্য চ্যাম্পিয়নের ক্ষেত্রেও বলব। ব্যক্তিগতভাবে আমি খুশি হবো মেসি বিশ্বকাপ জিতলে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ