যশোরের ৩ সরকারি স্কুলে লটারির মাধ্যমে ৩য় শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ৫৩৫ শিক্ষার্থী।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির ফল প্রকাশ করা হয়। জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিক্ষা বোর্ড স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ফলাফল পাঠাবে।
বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ৯১২৪টি আবেদনে বিপরীতে ওই সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
জানা গেছে, লটারিতে যশোর জিলা স্কুলে তৃতীয় শ্রেণিতে ২৩৭ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এরমধ্যে প্রভাতীয় শাখায় ১১৯ ও দিবা শাখায় ১১৮ শিক্ষার্থী। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় শ্রেণিতে ২৩৮ ভর্তির সুযোগ পেয়েছে। এরমধ্যে প্রভাতী শাখায় ১১৮ ও দিবা শাখায় ১২০ শিক্ষার্থী। শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ৩য় শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ৬০ শিক্ষার্থী।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ৩য় শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করে দেয়। গত ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল আবেদনের সময়। এরপর সোমবার লটারির মাধ্যমে ফলাফল দেয়া হয়েছে।
জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন জানান, লটারির মাধ্যমে যেসব শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে তাদের অভিভাবকদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

