যশোরের চৌগাছায় অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মেসার্স আর এস ফিলিং স্টেশনে (হাজী পাম্প) এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলী হাসান। অভিযানে মেসার্স আর এস ফিলিং স্টেশনে (হাজী পাম্প) ত্রুটিপূর্ণ পরিমাপ যন্ত্রের ব্যবহার ও প্রতি ৫ লিটারে ৩০ মিলি তেল কম দেয়ায় ওজন পরিমাপ দন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় আর এস ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী ও চৌগাছা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী ইবাদত ইসলামকে আগামীতে এমন কার্যক্রমের সত্যতা কঠোর ব্যবস্থা নিবেন বলে জানানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, ত্রুটিপূর্ণ পরিমাপ যন্ত্রের ব্যাবহার ও প্রতি ৫ লিটারে ৩০ মিলি তেল কম দেয়ায় অভিযোগে এ অর্থদণ্ড আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

