চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে আজিজুল শেখ নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।
রবিবার (১৬ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালতে চত্বরে নেয়ার পর কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।
পলাতক আসামি আজিজুল শেখ (২৮) গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের মৃত ফজল শেখের ছেলে ও ডাকাতি মামলার আসামি।
জানা যায়, রবিবার সকালে ডাকাতি মামলার চার্জ শুনানির জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজিরের জন্য আজিজুল শেখকে জেলা কারাগার থেকে কোর্টে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্টের হাজতখানায় নেয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি। একই দিন তার পক্ষে নিয়োজিত আইনজীবী জামিনের জন্য দরখাস্ত করেন।
পালাতক আসামিকে পুলিশের বেশ কয়েকটি দল গ্রেফতারে অভিযান শুরু করেছে।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। গ্রেফতারের পর পালানোর বিষয়টি দেখা যাবে।
২০১৬ সালের ২৯ আগস্ট রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা ঘুঘুডাঙ্গা গ্রামের তক্কেল আলি ও আবু সাঈদের বাড়িতে ১০/১২ জনের অজ্ঞাত ডাকাত দল প্রবেশ করে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন তক্কেল আলি বাদী হয়ে। ডাকাত সদস্য আজিজুল শেখকে ২০২০ সালের ১৮ অক্টোবর এ মামলায় পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে দুই বছর কারাগারে রয়েছেন তিনি।

