বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে এক চুক্তি, ৩ সমঝোতা স্মারক

আরো পড়ুন

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি এবং তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতি এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এর আগে বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকায় সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছলে প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

পরে দুই দেশের সরকারপ্রধান একান্তে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে কথা হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার (১৫ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন ব্রুনাই সুলতান। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

সুলতান আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন। এর আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ