যশোর হাসপাতালে রোগী মৃত্যুর কারন তদন্তে কমিটি গঠন

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর পাঁচদিন পরে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার তত্ত্বাবধায়কের নির্দেশে সার্জারি বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তত্ত্বাবধায়ক বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ গত ৯ অক্টোবর ঝিকরগাছা উপজেলার খাসখাল গ্রামের মৃত আমীর আলী ছেলে আব্দুল হান্নান (৫০) অসুস্থ অবস্থায় শহরে একটি বেসরকারি হাসপাতালে ডা. এফএম মঞ্জুর হোসেন কে দেখান। তিনি দ্রুত আইসিইউতে ভর্তি হতে বলেন। কিন্তু রোগীর পরিবার গরীব হওয়ার কারণে তারা ৯অক্টোবর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। যার রেজি নং-৬০০১৭/২০২। পরে স্বজনরা রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে রোগীকে নেয়ার জন্য চিকিৎসককে অনুরোধ করেন। কতব্যরত চিকিৎসক তখন স্বজনদের জানান রোগীর অবস্থায় ভালো আছে আইসিইউ দরকার হবে না। এই বলে ওয়ার্ডের নামনে থেকে রোগীকে বাড়িতে নিয়ে যেতে বলেন। পরে জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা তত্ত্বাবধায়ককে মোবাইল ফোনে রোগীর উন্নত চিকিৎসার কথা জানালেও রোগী হাসপাতাল থেকে কোন চিকিৎসা সেবা পায়নি। পরে রাত সাড়ে ১১টার দিকে আইসিইউ এর করিডোরে আব্দুল মান্নানের মৃত্যু হয়। এ সময় ডা. প্রসনজিৎ চৌধুরীর রোগীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জেলা উন্নয়ন কমিটির মিটিং এ অভিযোগ আকারে জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন নি। পরে মৃতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে তত্ত্বাবধায়ক শনিবার তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্য ডা. আব্দুস সামাদ জানান, তদন্তের বিষয় শুনেছি। চিঠি পেলে তদন্ত কার্যক্রম শুরু হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। আজ রোববার নির্দেশনায় স্বাক্ষর করা হবে। অপরাধী যে হোক প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ