বাংলাদেশী ট্রাকের চাপায় ভারতীয় ট্রাক চালক নিহত

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশি মালবোঝাই ট্রাক চাপায় পিষ্ট হয়ে শ্যাম সুন্দর (৫৭) নামে এক ভারতীয় ট্রাক চালক নিহত হয়েছে। নিহত শ্যাম সুন্দর ভারতের মাথুরা জেলার ছাটা উপজেলার কশিকালা উরমালা এলাকার তেজী রামের ছেলে।

রবিবার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক ট্রাক ও চালকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই বাংলাদেশি ট্রাক (কুষ্টিয়া-ট১১-১০৭৪) বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ‘ভোর ৬টার দিকে বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শ্যাম সুন্দর নামের এক ভারতীয় ট্রাক চালক মারা গেছেন। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ