ভিআইপি সিম সরবরাহের নামে বিকাশে টাকা গ্রহন করত সোহাগ

আরো পড়ুন

গ্রামীনফোনের ভিআইপি সিম সরবরাহ করার নামে অর্থ আত্মসাৎ প্রতারক চক্রের সোহাগ আহম্মদ (২৭) নামের এক সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোহাগ সাতক্ষীরা জেলা সদরের কুশডাঙা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে শহরের ১নং উকিল বারের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।
ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে শহরের ১নং উকিল বারের সামনে সন্দেহভাজনভাবে ঘুরাফেরা করতে থাকা এবং একাধিক বিকাশের দোকান থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী যুবক সোহাগ আহম্মদকে গ্রেফতার করা হয়।
এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, সে “Jiniya Afrin Mim” নামক একটি ভুয়া ফেসবুক আইডি তৈরী করে বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত হতেন। এরপর নিজেকে গ্রামীনফোন সিম কোম্পানীর গ্রাহক সেবায় নিয়োজিত এমন মিথ্যা পরিচয় দিয়ে গ্রামীনফোন কোম্পানীর ভিআইপি সীম ( ০১৭১১-০২২০৩৩ ইত্যাদি) সরবরাহ করার নামে প্রতারণা পূর্বক দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে টাকা গ্রহণ করত।
এমন প্রতারনা কর্মের ধারাবাহিক গত ২৫ সেপ্টেম্বর যশোর শহরের এমএম আলী রোড ও দড়াটানা এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে গ্রামীনফোন কোম্পানীর ভিআইপি সীম সরবরাহ করার নামে প্রতারণা করে চারটি দোকান থেকে মোট ১৮ হাজার টাকা উত্তোলন করে নেয় সোহাগ। প্রতারক সোহাগের স্বীকারোক্তি মতে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সত্যতা পেয়ে এদিন সাড়ে সাতটার সময় তার হেফাজত থেকে প্রতারণা করে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮ হাজার টাকা, একটি টেকনো মোবাইল ফোন, Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্টের প্রিন্ট করা তিন পাতা পেপার জব্দ করা হয়।
ওসি আরো জানান, এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ