চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করেছে এক মাদককারবারীকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদককারবারী গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলো দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গোরস্থান পাড়ার জুলফিকার আলীর ছেলে রকিবুল ইসলাম (৩০)।
গ্রেফতারকৃতের কাছ থেকে ১৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।

