যশোরের কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লেখক সামসুজ্জামান, কবি মুহম্মদ শফি, সদস্য মশিউর রহমান ও শুভসংঘের সভাপতি খন্দকার শফি। বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে প্রমুখ।

