কারা অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবরার হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সুজাউর রহমান। আর কর্নেল আবরারকে পূর্বের কর্মস্থল সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
সম্প্রতি কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবারার হোসেনকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আবরার হোসেনের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ঘুস বাণিজ্যের তথ্য উঠে আসে। এরপর তাকে নিয়ে কারা অধিদফতরে হৈ চৈ পড়ে যায়।

