কেশবপুরে রবিবার বাম নেতা কমরেড নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজাম উদ্দিন স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মনোহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কৃষক নেতা বাবুর আলী গোলদার, নিজাম উদ্দিন স্মৃতি পরিষদের আহ্বায়ক সনৎ বসু হরি, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।
বাম নেতা কমরেড নিজাম উদ্দিন উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত কৃষকদের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন তিনি।

