রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহতসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রংপুর–দিনাজপুর মহাসড়কে ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জোয়ানা পরিবহনের সংঘর্ষ ঘটে। রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকে এ হতাহত হওয়ার ঘটনা ঘটে।
ওসি আরো বলেন, উক্ত ঘটনায় রাত সাড়ে তিনটা পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে।
সুশান্ত কুমার সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। রাত তিনটার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।
জাগো/আরএইচএম

