ফেসবুকে স্ত্রীর গোসলের ভিডিও আপলোডের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
শনিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী ওই নারী ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে থাকেন। গতকাল শুক্রবার ফিরোজাবাদের জাসরানা থানায় এ মামলা করেন তিনি। এরপরই স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়।
অভিযোগে বলা হয়, ওই নারীর স্বামী দিল্লির উত্তম নগরের একটি সার্কাসে চাকরি করেন। চাকরির কারণে তিনি সেখানেই থাকতেন এবং স্ত্রীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতেন। একদিন তিনি স্ত্রীর গোসলের সময় ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও নিজের ফেসবুকে আপলোড করেন।
ভুক্তভোগী বলেন, আমার স্বামী সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি খুব বেশি আসক্ত। তবে তিনি এই ধরনের কাজ করতে পারেন, তা কখনোই ভাবতে পারিনি। তিনি শুধু তার ফলোয়ার বাড়ানোর জন্য এ কাজ করেছেন। আমি যখন তার আইডির প্রোফাইলে আমার এমন ছবি দেখি, তখন অবাক হয়ে যাই। এ সময় তাকে ওই ছবি ডিলিট করতে বলা হলে তিনি নিষেধ করেন। আমি তার কঠোর শাস্তি চাই। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
জাসরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এই চও এপি সিং বলেন, সাইবার সেলে ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
এসপি রানভিজেয় সিং বলেন, এ ঘটনায় শিগগিরই স্বামী-স্ত্রী দুইজনকে থানায় তলব করে বক্তব্য নেয়া হবে।

