খুলনায় নিজ ঘরে মিললো যুবকের মরদেহ

আরো পড়ুন

খুলনার খালিশপুরে জাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে নিহতের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি ওই এলাকার কাজী শামীমের বাড়ির ভাড়াটিয়া।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) তাপস গণমাধ্যমকে বলেন, জাহিদের ঘরের দরজা বন্ধ দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। রাত ৯ টার দিকে থানা থেকে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে তার দেহ ঘরের মেঝের ওপর পড়ে থাকতে দেখে। তার গলায় দড়ি ছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্যানের হুকের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে তার দেহ দড়ি থেকে ছিড়ে গিয়ে ফ্লোরে পড়ে যায়। মৃতের লাশের সুরাতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বাবার নাম হেদায়েত হোসেন। মৃত যুবক পেশায় একজন রং মিস্ত্রি ছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ