যশোরের কেশবপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে খুলনার পাইকগাছার সূর্য বিবি নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ভেরচি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে ফাঁড়িতে নিলেও পরে ময়নাতদন্ত না করেই তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের মৌলবি শেখের স্ত্রী সূর্য বিবি গত ১৯ আগস্ট যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে তার সতীনের মেয়ে পলি বেগমের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ঘুম থেকে উঠতে দেরি দেখে ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে কেশবপুরের ভেরচি ক্যাম্পের পুলিশ সন্ধ্যার আগে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সেখান থেকে লাশ নিয়ে ক্যাম্পে রাখলেও পরে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে। তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে কারও কারও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পাইকগাছার কাশিমনগরে স্বামীর গৃহে বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। একপর্যায়ে স্বামীর সিদ্ধান্তে শুক্রবার তাকে তার সতীনের মেয়ে কেশবপুরের ভেরচিতে পাঠিয়ে দেয়া হয়। এরপর সূর্যর স্বামী মৌলবি শেখ সোমবার সেখানে গিয়ে মঙ্গলবার সকালে স্ত্রীকে রেখে নিজ বাড়ীতে ফিরে যায়। এরপর দুপুরের দিকে স্ত্রী সূর্য বিবির মৃত্যুর খবরে ফের কেশবপুরে মেয়ের বাড়িতে যায়।
জানা গেছে, খোলা জানালার ঘরে তার লাশ ঘরের আড়ায় রশি দিয়ে ঝুলন্ত থাকলেও তার একটি পা খাটের উপর ভাঁজ করে ও অপর পা একটি চেয়ারের উপর ছিল। এছাড়া চেয়ারের উপর বইসহ ব্যাগ রাখা ছিল। এর কিছুটা দূরে তার বাঁধানো একটি দাঁত পড়ে ছিল। এলাকাবাসী জানায়, এনিয়ে ওই বাড়িতে গত প্রায় দেড় বছরের মধ্যে তিনজনের আত্নহত্যার ঘটনা ঘটল।
এ ব্যাপারে কেশবপুরের ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাইনুর জানান, পরিবারের কারো কোনো প্রকার অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

