চেয়ারম্যানকে যশোর আদালতে তলব

আরো পড়ুন

প্রতারণার মামলার তদন্ত রিপোর্ট না দেয়ায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেককে যশোর আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার আদেশ দিয়েছেন বিচারক।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরমান আহম্মেদ এই আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার সোনাতনকাটি গ্রামের মোস্তফা কামাল প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা করেছিলেন। মামলায় আসামি করা হয়েছিল বাদী মোস্তফা কামালের তালাকপ্রাপ্ত স্ত্রী ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের সালমা খাতুনকে।

আদালতের তৎকালীন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক মামলাটি গ্রহণ করে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন। দুই বছর অতিবাহিত হলেও সেই মামলার কোনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেননি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ১৪ আগস্ট ধার্য দিনে মামলার তদন্ত প্রতিবেদন না পাওয়ায় তদন্ত কর্মকর্তাকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতের স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর আদেশ দিয়েছেন বিচারক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ