যশোরে ১ কোটি ৫৩ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আরো পড়ুন

যশোরের শার্শায় ১৬টি সোনার বারসহ জনি (৪০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি সোনার চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। এ খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস সোনা জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। সোনাসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ